রাতে রূপচর্চার টিপস
![]() |
রাতে রূপচর্চার টিপস |
* সামান্য মধু ও দুধ মিশিয়ে ফ্রিজে রেখে দিন। প্রতি রাতে ঘুমানোর পূর্বে এটি ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। ঠোঁট ফাটা রোধ করার পাশাপাশি ঠোঁটের কোমলতা ও গোলাপি আভা বজায় থাকবে।
* সকালে উঠে হাত পায়ের রুক্ষ ত্বক দেখতে না চাইলে ঘুমুতে যাওয়ার আগে অবশ্যই হাত পায়ের ত্বকে ময়েসচারাইজার কিংবা অলিভ অয়েল ম্যাসেজ করে নিন। কারণ অলিভ অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার।
* চুলের রুক্ষতা চিরতরে দূর করতে তেলের তুলনা নেই। সব সময়েই স্বাস্থ্যউজ্জ্বল চুল পেতে রাতে চুলে তেল দিয়ে রাখুন । এতে চুলের রুক্ষতা, মাথার ত্বকের সমস্যা এবং চুল পড়া একেবারে বন্ধ হবে।
* চোখের নিচেটা ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করতে রাতে ঘুমানোর পূর্বে চোখের চারপাশে লাগিয়ে নিন নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপস্যুল এর মিশ্রন। ছবিঃসংগৃহীত
মন্তব্যসমূহ