নারীদের সংগ্রহে থাকুক বিভিন্ন ধরনের ব্যাগ
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহন করার জন্য আমরা সবাই কম-বেশি ব্যাগ ব্যবহার করে থাকি। ব্যাগ শুধুমাত্র একটি দরকারি জিনিসই নয় বরং ফ্যাশনের মাধ্যমে মানুষের রুচিবোধে আভিজাত্য প্রকাশের তেমন একটি মাধ্যম। পোশাক আর সাজের সঙ্গে মানানসই একটি ব্যাগেই ফুটে উঠবে আপনার ব্যক্তিত্বের ভিন্নমাত্রা। যেহেতু নারীরাও বাইরে অনেকটা সময় পার করেন তাই কাজের ধরণ অনুযায়ী নারীরাও সংগ্রহে রাখতে পারেন বিভিন্ন রকমের ব্যাগ।
![]() |
নারীদের সংগ্রহে থাকুক বিভিন্ন ধরনের ব্যাগ |
শোল্ডার ব্যাগঃ বর্তমান সিজনের ফ্যাশন ট্রেন্ডগুলোর একটি। এটা একই সাথে ক্যাজুয়াল এবং ক্লাসিক। শোল্ডার ব্যাগ আকারে বেশ প্রশস্ত এবং অনেকগুলো অংশ থাকে। কর্মব্যস্ত নারীদের এই ব্যাগ বেশি কাজে লাগে। ব্যাগটি নিয়ে এক মিনিটেই চলে যেতে পারবেন স্মার্ট ক্যাজুয়াল লুকে।
হ্যান্ডব্যাগঃ যেন কখনও পূর্ণ হয় না হ্যান্ডব্যাগ। দরকারি জিনিসপত্র সবসময় এতে নিয়ে ঘুরতে বর্তমানের হ্যান্ডব্যাজ্ঞুলোতে রয়েছে যথেষ্ট জায়গা।
লেদার ট্রাভেল ব্যাগঃ যে কোন জায়গায় ব্যবহারের জন্য উপযুক্ত এবং ভ্রমনের জন্য একটি স্টাইলিশ আইটেম।
সুইং ব্যাগঃ অপেক্ষাকৃত অল্প বয়সী মেয়েদের জন্য সুইং ব্যাগ খুব জনপ্রিয়। স্কুলে ব্যবহার করার জন্য এগুলো বেশ প্রচলিত। এমনকি বাইরে ঘুরতে যাওয়া জন্যও প্রযোজ্য।
শপার ব্যাগঃ শপার ব্যাগগুলো ফ্যাশনেবল এবং চাকরিজীবী তরুণীদের জন্য অধিক প্রযোজ্য। বইখাতা, ল্যাপটপ পাশাপাশি আনুষঙ্গিক সকল জিনিস বহন করার জন্য এ ব্যাগ জনপ্রিয়। ওয়ালেট, পানির বোতল, নোটবুক সবকিছু খুব সহজেই বহন করা যাবে এতে।
মন্তব্যসমূহ