খুশকি সমস্যার সহজ সমাধান
ঋতু পরিবর্তনের এই সময়ে অনেকের চুলেই দেখা যাচ্ছে খুশকির উপদ্রব। এর মূল কারণ হচ্ছে রুক্ষ আবহাওয়া এবং ধুলোবালি যা মাথার ত্বকে খুশকির উপদ্রব বাড়িয়ে দেয়। এরজন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু, লোশন ব্যবহার করা যায়। তাছাড়া রয়েছে বেশ কিছু কার্যকরী ঘরোয়া উপায়ও । একটু সময় বের করে নিয়ে এই পদ্ধতিগুলো ব্যবহার করলে মুক্তি পাবেন যন্ত্রণাদায়ক খুশকির হাত থেকে।![]() |
সমস্যা যখন চুলের খুশকি |
তুলসী ও আমলকির মিশ্রণঃ কয়েকটি তুলসী পাতা এবং আমলকী মিলিয়ে পেস্ট করে মাথার ত্বকে লাগিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ চুলের ত্বকে পুষ্টি জোগায় এবং খুশকি কমাতে সাহায্য করে।
দইঃ খুশকির সমস্যা থেকে বাচঁতে দই খুব কার্যকরী। খুশকি দূর করতে দই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ও রসুনের পেস্টঃ খুশকি দূর করার জন্য রসুনও বেশ কার্যকরী। চুল ধোয়ার ১৫ মিনিট আগে মাথার ত্বকে অ্যালোভেরা জেলও রসুন পেস্ট স্কাল্পে লাগিয়ে রাখে শ্যাম্পু করে নিন।
শ্যাপুর সাথে লবণঃ তিন চামচ লবণ মাথার শুষ্ক ত্বকে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে দু’তিন মিনিট। এরপরই চুলে শ্যাম্পু করে চুল পরিষ্কার করে ফেলতে হবে। এছাড়া চাইলে লবন শ্যাম্পুতে ও মিশিয়ে নিতে পারেন।
রিঠাঃ চুলের সৌন্দর্য বাড়াতে রিঠার জুরি নেই। তেমনি খুশকি দূর করতেও এটি বেশ কার্যকর। রিঠা পাউডার চুলের ত্বকে লাগিয়ে দুই ঘণ্টা অপেক্ষা করে ভালোমতো ধুয়ে ফেলুন।
নিমপাতা, মেথিঃ মাথার খুশকি তাড়তে নিম অত্যন্ত উপযোগী। মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিমপাতার সাথে বেটে পেস্ট বানিয়ে মাথায় লাগিয়ে ১ঘন্টা পরে শ্যাম্পু করুন। চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে সব শেষে চুল ধুয়ে নিন। কন্ডিশনিং হয়ে যাবে।
মন্তব্যসমূহ