নিজেই তৈরি করুন মেকাপ রিমুভার
অনেকেই বলেন না বাবা, মেকাপ করা যাবে না। মেকাপ করলেই আমার ব্রণ ওঠে। এর প্রথম কারন ভালোমতো মেকাপ পরিষ্কার না করা। মেকাপ শুধু মাত্র ফেশওয়াস দিয়ে মুখ ধুলেই উঠে যায় না। এর জন্য প্রয়োজন মেকাপ রিমুভাব। আপনি চাইলে নিজেই বাসায় বানিয়ে নিতে পারেন মেকাপ রিমুভার। এই হোমমেইড মেকাপ রিমুভার বাজারের বিভিন্ন ব্রান্ডের মেকাপ রিমুভারের থেকে কম যায় না।![]() |
নিজেই তৈরি করুন মেকাপ রিমুভার |
এবার ত্বকে এই মেকাপ রিমুভার লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ৩০ সেকেন্ড রেখে দিন। এরপর কটন প্যাড /মেকাপ ওয়াইপ্স দিয়ে পুরো মেকাপ মুছে নিন। ব্যস, আপনার মেকাপ রিমুভ হয়ে যাবে সহজেই। এরপর ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।
মন্তব্যসমূহ