ত্বকের যত্নে দুইটি ফেসিয়াল মাস্ক
![]() |
ত্বকের যত্নে দুইটি ফেসিয়াল মাস্ক |
ত্বকের নমনীয়তা ধরে রাখার মাস্ক
বয়সের কারণে ত্বকের কোমলভাব হারায়। কারণ সময়ের সঙ্গে কোলাজেন বা কোষের গঠন ধরে রাখার প্রধান উপাদানের পরিমাণ কমতে থাকে। ফলে ত্বকে পড়ে বয়সের ছাপ। তবে সঠিক যত্নে এই প্রক্রিয়ার গতি কমিয়ে আনা যায়।
টক দই ২ টেবিল-চামচ, ১ টেবিল-চামচ কোকোয়া-গুঁড়া, ১ চা-চামচ দুধ, ১/২ কলা চটকে নেওয়া এবং ১ চা-চামচ মধু নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যস্ত জীবনে নিয়ম করে লোমকূপ পরিষ্কারের সময় হয় না। অথচ ময়লা, ঘাম ও ধুলাবালির কারণে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে গেলে মুখ দেখতে লাগবে প্রাণহীন।
লোমকূপ সহজেই পরিষ্কারের মাস্ক তৈরি করতে লাগবে ১ টেবিল-চামচ চালের গুড়া, ১ টেবিল-চামচ লেবুর রস, পরিমাণ মতো মধু ও ১ চা-চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে মাস্ক তৈরি করুন। পুরো মুখে লাগিয়ে পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বকের লোমকূপের ভেতর থেকে পরিষ্কার করবে। ছবিঃ সংগৃহীত
মন্তব্যসমূহ