সকালের নাস্তায় স্বাস্থ্যকর রসুন ডিমে ভাজা ভাত
![]() |
সকালের নাস্তায় রসুন ডিমে ভাজা ভাত |
প্রস্তুত প্রণালিঃ প্রথমে একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে ডিম ছেড়ে দিন। এরপর এতে আদা, রসুন দিয়ে মিনিট খানেক নাড়ার পর এর মাঝে ভাত, কাঁচামরিচ দিয়ে ভালভাবে এর সাথে মিশিয়ে নিন। পরে লবণ, গোলমরিচ ও সয়াসস কিছুক্ষন নেড়ে ধনেপাতা কুঁচি দিয়ে নামিয়ে ফেলুন। শীতের সকালের নাস্তায় ঝটপট হয়ে গেল মজাদার একটি নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিনে দিতে চাইলে গোলমরিচ, সয়াসস, লবঙ্গ না দিলে হবে এবং শীতের সমস্ত সবজি হাল্কা সেদ্ধ করে এরসাথে মিশিয়ে দিলে খাবারটি দেখতে আরও আকর্ষনীয় হবে বাচ্চাদের কাছে।
মন্তব্যসমূহ