ভ্যাসলিনের কিছু অজানা ব্যবহার!
পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসেলিন কথা আমরা সবাই জানি যা কিনা আমদের ত্বককে প্রয়োজনীয় ময়েশচার করে নরম ও মসৃণ করে। হাতের কনুই এর খসখসে চামড়া নরম ও মসৃণ করতে বা গোড়ালির ফাটা রোধ করতে নিয়মিত ভ্যাসলিন ব্যবহার অনন্য।![]() |
ভ্যাসলিনের কিছু অজানা ব্যবহার! |
কিন্তু ঠোট কিংবা পা ফাটা রোধ করা ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে রয়েছে ভ্যাসলিনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। চলুন জেনে নেয়া যাক এমন কিছু ব্যবহারের কথাঃ
সুপার গ্লু টিউবের মুখ অথবা যে কোন পেচিয়ে খুলতে হয় এমন পাত্রের মুখ সহজে খুলতে এর প্যাচের মধ্যে ভ্যাসেলিন লাগিয়ে নিতে পারেন।
চুইংগাম দূর করতেঃ
টেবিলের নীচে বা অন্য কোন কাঠের তাকে যদি চুইংগাম লেগে থাকতে দেখেন তবে তাতে অল্প ভ্যাসেলিন লাগিয়ে তা উঠে আসা পর্যন্ত ভাল করে ডলতে থাকুন এবং সেগুলি উঠিয়ে ফেলুন।
পারফিউমের গন্ধ ধরে রাখতেঃ
পারফিউম দেওয়ার আগে হাতে বা গলায় ভ্যাসলিন লাগিয়ে সেখানে পারফিউম স্প্রে করুন। এটি অনেকক্ষণ পর্যন্ত পারফিউমের সুগন্ধ ধরে রাখতে সাহায্য করে।
আটকে যাওয়া ক্যাপ খুলতেঃ
নেইল পলিশের ক্যাপ খোলা নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয়। এটি থেকে মুক্তির জন্যে বোতলের মুখে অল্প একটু ভ্যাসলিন লাগিয়ে রাখুন। ভ্যাসলিন থাকায় ক্যাপটি সরাসরি বোতলের কাচের সংস্পর্শে আসবে না এবং ভবিষ্যতে সহজেই ক্যাপটি খুলতে পারবেন।
মেকআপ রিমুভারঃ
মেকআপ রিমুভার হিসেবে ভ্যাসলিন খুবই ভালো। পুরো মুখে ভ্যাসলিন মেখে তুলা দিয়ে ঘষে মেকআপ তুলে ফেলুন। ভ্যাসলিন ব্যবহারে মুখ ধোয়ার পরও ত্বক শুষ্ক হবে না। বরং সকালে ঘুম থেকে উঠলে আপনার ত্বক বেশ সতেজ হয়ে যাবে।
পানির দাগ দূর করতেঃ আপনি কি প্রায়ই গ্লাসের তৈরি আসবাবের উপর পানির গ্লাস বা চায়ের কাপের গোল দাগ দেখতে পান? এই নিন এর একদম উপযুক্ত সমাধান, এতে অল্প একটু ভ্যাসেলিন দিন এবং সারারাত রেখে দিন। এটি আপনার আসবাব পত্রের দাগ দূর করে দেবে।
চুলের রঙের দাগ তুলতেঃ অনেক সময় সাদা চুল কালো রঙ করতে গিয়ে কপালে, কানে এসব স্থানে লেগে যায়। সেই দাগ সহজে তোলাটাও কষ্টকর হয়ে যায়। তখন সামান্য কিছুটা ভ্যাসলিন নিয়ে লেগে থাকা দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
মরিচা প্রতিরোধেঃ লোহার তৈরি নানান টুলসে প্রায়ই মরিচা পড়ে। ভ্যাসলিন ব্যবহার করে সহজেই এ থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ভ্যাসলিনের আস্তরনটির কারণে পানি ধাতুর সংস্পর্শে আসবে না। তাই মরিচাও পড়বে না!
কাঠের আসবাবপত্র পরিষ্কারেঃ প্রায় কাঠের আসবাবপত্রে (বিশেষ করে ডাইনিং টেবিলে) গ্লাস এবং প্লেট রাখায় দাগ পড়ে যায়। ভ্যাসলিন ব্যবহার করে সহজেই দাগগুলোকে সরাতে পারেন। এক টুকরো কাপড়ে ভ্যাসলিন নিন এবং দাগ থাকা জায়গাগুলো ভালোভাবে মুছে নিন। সব দাগ উঠে যাবে।
দাগ তুলতেঃ কাপড় থেকে মেকআপের দাগ তুলতে ধোয়ার আগে সেখানে ভ্যাসলিন লাগান। ধীরে ধীরে দাগ উঠে যাবে।
মন্তব্যসমূহ