নিত্য ব্যবহারের যে জিনিসগুলো জীবাণু ছড়ায়
একসঙ্গে থাকতে হলে প্রতিদিন অনেক কিছুই শেয়ার করতে হয়। তবে প্রত্যেকটা মানুষের আলাদা কিছু ব্যবহারিক সামগ্রী থাকা চাই। যেগুলো শুধু হবে নিজের জন্যই। কারণ এসব সামগ্রীর সরাসরি ব্যবহার, একজন থেকে অন্যজনের শরীরে জীবাণু ছড়াতে পারে। যেমন, রেজার চিরুনি ও হেয়ার ক্লিপ উকুন ও খুসকি ছড়ায়। তাই যাই হোক না কেন, নিজের একান্ত সামগ্রীগুলো সযত্নে রাখুন শুধুই নিজের জন্য।![]() |
নিত্য ব্যবহারের যে জিনিসগুলো জীবাণু ছড়ায় |
গামছা, তোয়ালেঃ টুথব্রাশের মতো গামছা, তোয়ালে ব্যবহারেও হতে হবে সাবধান। কারণ এগুলো শেয়ারের মাধ্যমে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা চর্মরোগ ছড়িয়ে পড়ার আশংকা থাকে।
চিরুনিঃ এই জিনিসটি ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত। বাসায় প্রত্যেকের আলাদা চিরুনি না হলে একের থেকে অন্যের মাথাতেও একি চিরুনি ব্যবহারের কারনে উকুন কিংবা খুশকি ছড়াবে।
কসমেটিক্স কিটঃ নিজের মেকআপ কিট সবার সঙ্গে শেয়ার করতে যাবেন না। বিশেষ করে মেকআপ এপলাইয়ের ব্রাশ। পার্লারে গেলেও খেয়াল করবেন তারা যেন পরিষ্কার করা ব্রাশ ব্যবহার করে। ব্রাশের মাধ্যমে চর্মরোগ জলদি ছড়ায়।
লিপস্টিকঃ লিপস্টিকের কথা আলাদা করে বলার কারণ, এর শেয়ারিং হার্পিসের মতো ভাইরাস জনিত চর্মরোগ ছড়াতে পারে। লিপস্টিক শেয়ার করার কারণে ঠোঁটে ফাঙ্গাসের জন্ম হতে পারে।
ডিওডোরেন্ট রোল অনঃ ডিওডোরেন্ট রোল অন বগলে সরাসরি ব্যবহার করা হয়। এতে ব্যাকটেরিয়ার মতো জীবাণু ছড়ানোর আশংকা অনেক বেশি থাকে। তাই সরাসরি ত্বকে ব্যবহার হওয়া সামগ্রী যা সাবান দিয়ে ধুয়ে রাখা যায় না, সেগুলো শেয়ার করা থেকে বিরত থাকুন।
মন্তব্যসমূহ