ব্লেজারে বৈচিত্র্য
স্মার্ট পোশাক হিসেবে বরাবরই ব্লেজারের কদর রয়েছে। শীতে স্টাইলিশ আউটফিট হিসেবে ব্লেজারের নকশা ও কাটছাঁটে থাকছে নানা বৈচিত্র্য।![]() |
ব্লেজারে বৈচিত্র্য |
ব্লেজারের প্যাটার্নের ক্ষেত্রে এবার কিছুটা সাইড ওপেন ব্লেজার চলছে। হ্যান্ডস্টিচ, বেনকলার, এমব্রয়ডারি, বাটনলেস, টপসিন, শার্ট কলারসহ অসংখ্য ডিজাইনের ক্যাজুয়াল ব্লেজার এখন গায়ে চড়াচ্ছেন ফ্যাশনসচেতন মেয়েরা। উচ্চতা বেশি হলে তরুণীরা চেকের ব্লেজারও পরতে পারেন। ব্লেজারের ডিজাইনের ক্ষেত্রে হ্যান্ডস্ট্রিচ, এমব্রয়ডারি, প্রিন্ট ও হাতের কাজের ব্লেজার এখন বেশি ব্যবহার হচ্ছে, যা অনায়াসে পরা যাবে অফিসপাড়া থেকে শুরু করে ব্যক্তিগত পার্টিতেও। মেয়েরা প্যান্ট-শার্ট, স্কার্ট এমনকি সালোয়ার-কামিজের সঙ্গেও পরতে পারেন এ ধরনের ব্লেজার।
বাটনের রদবদলেও এবার ব্লেজার হয়ে উঠছে বৈচিত্র্যময়। পাঁচ বাটন, দুই বাটন, তিন বাটনের ব্লেজারের পাশাপাশি এখন এক বাটন এমনকি বাটন ছাড়া ব্লেজারও চলছে। লেডিস ব্লেজারে এখন ইস্পাতের বাটন ব্যবহার হচ্ছে। ব্লেজারের সবগুলো বাটন একরঙের যেমন চলছে, তেমন একেকটি বাটন একেক রঙেরও জনপ্রিয়তা রয়েছে এখন। শারীরিক গড়ন মোটা হলে এক বোতাম, চিকন ও মাঝারি হলে দুই-তিন বোতাম ব্লেজার পরলে ভালো দেখাবে। এক বোতামের ব্লেজারই এখন ফ্যাশনে ইন। যাদের কম উচ্চতা, তাদের স্ট্রাইপ আর যাদের উচ্চতা বেশি তাদের এক রঙের চেক ব্লেজার ভালো মানায়।
ব্লেজার নির্বাচনের প্রথম শর্ত ফেব্রিক্স। সাধারণত উল ব্যালান্ডেড এবং রিংকেল ফ্রি ফেব্রিক্স ব্লেজারের জন্য ভালো। কাপড়ে ববলিন উঠবে কিনা, রিংকেল ফ্রি কিনা, কালার জ্বলে যাবে কিনা ইত্যাদি যাচাই করে নিন। সেলাইয়ের ক্ষেত্রে ফিটিংস, শোলডার প্যাড, বাটন ইত্যাদি বিবেচনায় রাখুন।
মন্তব্যসমূহ