স্কাল্পে চুলকানি হওয়ার কারণ ?
শ্যাম্পু করার পরদিন থেকেই মাথার স্কাল্প চুলকাচ্ছে? খুবই যন্ত্রণাদায়ক এই ব্যাপারটা। অনেকেই এই সমস্যায় ভুগছেন। এই সমস্যাটি হচ্ছে ইচি স্কাল্প। যারা ভুগছেন তারা জানেন, কী পরিমাণে মাথার স্কাল্পে চুলকানি হয়।![]() |
স্কাল্পে চুলকানির কারন |
>> স্কাল্পে চুলকানির কারণ হচ্ছে অতিরিক্ত ময়েশ্চার স্কাল্পে জমা হওয়া। বিশেষ করে যাদের স্কাল্প অয়েলি তারা এতে বেশী ভোগেন। এছাড়াও তাড়াহুড়োতে চুল না শুকিয়েই বেধে ফেললে, ভেজা চুলের ময়েশ্চারগুলো জমা হয়ে এই ইচিং হয়। এছাড়া খুশকি এবং উকুনও হতে পারে। তাই সবসময় গোসলের পরে চুল ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে বাঁধবেন। বেশি ব্যস্ততা থাকলে হেয়ার ড্রাইয়ার ব্যবহার করবেন। তবুও ভেজা চুল একদমই বাঁধতে যাবেন না।
>> আরেকটি কারণ হচ্ছে, চুলের গোড়া পরিষ্কার না রাখা। অনেকেই আছেন, যারা নিয়মিত শ্যাম্পু করেন না। তাদের স্কাল্পের ঘাম, ধুলোবালি, অয়েল জমতে জমতে এক পর্যায়ে চুলকানি শুরু হয়।
>> যারা হ্যাট, হিজাব, হেয়ার এক্সটেনশন ব্যবহার করেন, তাদের মাথার ত্বক দীর্ঘ সময় ধরে ঢাকা থাকে। এ সময় ঘাম, অয়েল জমে স্কাল্পে ইচিং হতে পারে। এজন্যে এসব ব্যবহার শেষে চুল ভালোভাবে পরিষ্কার করে নিবেন।
>> চুলে অনেকেই তেল দিয়ে রেখে দেন অনেকটা সময় ধরে। এটা করা মোটেও সঠিক নয়। যাদের ইচিং প্রবলেম আছে তারা তেল দিয়ে ২-৩ ঘন্টার বেশি না রাখলেই ভালো। নয়তো এতে ইচিং প্রবলেম বেড়ে যেতে পারে।
>> এমন শ্যাম্পু ব্যবহার করুন, যাতে কড়া গন্ধ নেই। হার্ড শ্যাম্পু ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং অ্যামোনিয়া, প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করবেন।
>> কখনোই আপনার হেয়ার ক্লিপস, হিজাব, ক্যাপ, টাওয়াল, চিরুনি ইত্যাদি কারো সাথে শেয়ার করবেন না। এতে একজনের ইচি স্কাল্পের প্রবলেম থাকলে অন্যজনেরও হতে পারে।
মন্তব্যসমূহ