ব্রা পরার ধরন থেকে ব্যক্তিত্ব নির্ধারণ
ব্রিটেনের মানব আচরণ বিশেষজ্ঞ প্যাটি উড বলেছেন, নারীদের মধ্যে চারটি বিশেষ ও ভিন্ন ধরনের ব্যক্তিত্ব রয়েছে যারা তাদের নিজেদের মতো করেই বিভিন্ন কাজকর্ম সারেন।প্যাটির মতে, নারীরা চারটি বিশেষ পদ্ধতিতে ব্রা পরে থাকেন। প্রতিটি পদ্ধতি এক একটি বিশেষ ধরনের ব্যাক্তিত্বের নির্দেশক। মনোবিজ্ঞানী উইলিয়াম মৌল্টন মার্সটনের ডিস্ক থিওরির উপর ভিত্তি করে ওই গবেষণাটি চালানো হয়। এতে মূলত চার ধরনের ভিন্ন ভিন্ন আচরণগত প্রবণতার উপর ফোকাস করা হয়।
![]() |
ব্রা পরার ধরনে ব্যক্তিত্ব নির্ধারণ |
১। যে নারীরা পিঠের উপর খুব শক্ত করে ব্রার হুক টেনে লাগায় তারা হয় খুবই সহযোগিতামূলক ব্যাক্তিত্বের অধিকারি। এরা সাধারণত ঐতিহ্য মেনে চলে এবং তাদের যে শিক্ষা দেওয়া হয় তার প্রতি সৎ থাকে।
২। যে নারীরা পিঠের পেছন দিক থেকে ঘুরিয়ে সামনের দিকে এনে ব্রার বন্ধনী দেন তারা হন প্রভাব বিস্তারকারী ব্যাক্তিত্ব। এদের মধ্যে নিজেকে সবসময়ই সবচেয়ে সুন্দর অবতারে হাজির করার প্রবণতা কাজ করে।
৩। যে নারীরা সবসময় সামনের দিকে জাপটাজাপটি করে থাকা ব্রা পরতে পছন্দ করেন তারা সময়ের ব্যাপারে খুবই মিতব্যায়ী হন।
৪। আর যে নারীরা মাথার দিকে হাত ওঠানোর ভঙ্গিতে কাঁধের ওপরে ব্রার বন্ধনী শক্ত করে স্থাপন করেন তারা হলেন, সতর্ক সংশোধক। সূত্র: ডেইলি মেইল
মন্তব্যসমূহ