ব্রা কেনার সময় লক্ষ্য রাখুন
নারীদের বিভিন্ন পোশাকের মধ্যে গুরুত্বপূর্ণ পোশাক হল তাদের অন্তর্বাস। শুধু সৌন্দর্য্যের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও এটির প্রয়োজন। তাই ব্রা কেনার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখুন। আসুন জেনে নেই স্তনের যত্ন নিতে সঠিক ব্রা নির্বাচর সময় কোন কোন বিষয়গুলি মনে রাখা উচিতঃ![]() |
ব্রা কেনার সময় লক্ষ্য রাখুন |
সঠিক মাপ জানুনঃ ব্রা কেনার সময় প্রথমেই দেখা উচিত যে, সেটি ঠিক মত ফিট হচ্ছে কিনা। অতিরিক্ত ঢিলে বা অতিরিক্ত টাইট ব্রা কোনোটাই পরা উচিত নয়। কারণ ব্রা স্তনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং স্তনের আকার ঠিক রাখতে সাহায্য করে। অতিরিক্ত ঢিলেঢালা পরলে এগুলি কোনোটাই হয়না। তাই ব্রা কেনার সময় ফিতার এবং কাপ এর মাপও ঠিক করে দেখে নিন।
হুক দেখে নিনঃ কাপ ও ফিতার মাপ দেখার সাথে সাথে, হুকগুলিও ভালো করে দেখে কেনা উচিত। কারণ অনেকগুলি হুক থাকলে নিজের মত করে ফিটিং করে পরা যায়। এর সাথে সাথে ফিতা টানলে বাড়ে কিনা সেটিও দেখে নিলে ভালো করে।
এছাড়া যা যা খেয়াল রাখবেনঃ
* একটি ব্রা প্রতিদিন পরা উচিত নয়। কারণ ময়লা, দুর্গন্ধ যুক্ত ব্রা প্রতিদিন পরলে সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই পরিষ্কার আর এক একদিন এক একটি ব্রা পরার চেষ্টা করুন এবং ব্রা পরিষ্কার করার সময় যত্ন সহকারে পরিষ্কার করুন।
* ব্রা কেনার সময় আরেকটি বিষয় মাথায় রাখবেন কাপড়টি ভালো মানের কিনা। সিন্থেটিক ব্রা রোজ ব্যবহার করলে এতে ত্বকের ক্ষতি হয়। কারণ এতে হাওয়া চলাচল করতে পারেনা এবং গরমকালে প্রচণ্ড অস্বস্তি হয়। আর সুতির ব্রা তে এসব কোন ঝামেলাই হয় না।
* নিজের সঠিক সাইজ জেনে কিনুন। কারণ আমাদের ওজন একরকম থাকেনা। ওজন বেড়ে যাবার পরও যদি অতিরিক্ত টাইট ব্রা পরেন, তাহলে সেটি স্তন ক্যান্সারের ঝুকি বাড়ায়। তাই অতিরিক্ত টাইট ব্রা পরা উচিত না।
মন্তব্যসমূহ