ঈদের আগে ত্বক ও চুলের যত্ন ঈদের আর মাত্র একদিন বাকি। ঈদ নিয়ে অনেক প্রস্তুতি থাকে সবার। কত শত প্রস্তুতি থাকলে ও আপনি নিজে প্রস্তুত তো? নতুন জামা-জুতা কেনার পাশাপাশি ত্বকেরও কিছু বাড়তি যত্ন নিতে হয়। ব্যস্ততার জন্য অনেক সময়ই নানা কাজে ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠে না। তাছাড়া অপর্যাপ্ত পানি পান, অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়া, ধুলাবালি, দূষন ইত্যাদি কারণে ত্বকে নানান সমস্যা দেখা দেয়। ঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে সবাই চায়। আর তাই তো ঈদের আগে অন্তত ত্বক ও চুলের একটু বাড়তি যত্ন না নিলেই নয়। জেনে নিন ঈদের আগে ত্বক ও চুলের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ- ঈদের আগে ত্বক ও চুলের যত্ন। ছবিঃ সংগৃহিত ব্ল্যাক হেডস বা বা হোয়াইট হেডস দূর করুন প্রথমের ব্লাক হেডস তুলে ফেলুন তৈলাক্ত ত্বকে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস বেশি হয়। তাই নিয়ম করে স্ক্রাবিংও করতে হয়। তবে ব্রণের সমস্যা থাকলে স্ক্রাব করা উচিত নয়। অথবা ব্রণ এড়িয়ে তারপর স্ক্রাবিং করতে হবে। সর্বপ্রথম দূর করে ফেলুন ত্বকের সব ব্ল্যাক হেডস। ঘরেই ব্ল্যাক হেডস দূর করার জন্য ব্যবহার করতে পারেন চালের গুড়া কিংবা বেকিং সোডা। এছাড়াও ...
A brand shop and blog, about her activities.